সংযুক্ত আরব আমিরাতে ঘোষিত সাধারণ ক্ষমা-২০২৪ সম্পর্কিত জিজ্ঞাসা
প্রশ্ন-১ সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা কখন শুরু হবে এবং কতদিন চলমান থাকবে?
উত্তর: ০১ সেপ্টেম্বর ২০২৪ হতে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
প্রশ্ন-২ কারা সাধারণ ক্ষমার আওতায় আসবেন?
উত্তর: অনিয়মিত/ আনডকুমেন্টেড/ অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশী যাদের ভিসার মেয়াদ ইতোমধ্য শেষ হয়েছে তারা সাধারণ ক্ষমার সুযোগ পাবেন।
প্রশ্ন-৩ সাধারণ ক্ষমা ২০২৪ এর সেবা পেতে কোথায় যেতে হবে?
উত্তর: আবুধাবি আমিরাতের মেয়াদ উত্তীর্ণ ভিজিট ভিসাধারীগণের / তামিম হওয়া প্রবাসীদের জন্য সুয়েহান ডিপোর্টেশন সেন্টার, আল আইন আল মক্বাম ডিপোর্টশন সেন্টার ও মদিনা যায়েদ (বেদা যায়েদ) ইমিগ্রেশন অফিস, দুবাই ভিসাধারীদের আল-আভীর ইমিগ্রেশন এবং অন্যান্য আমিরাতের ভিসাধারীদের সংশ্লিষ্ট ইমিগ্রেশন যেতে হবে। যারা নিয়োগকর্তার অধীনে বৈধ হতে চান তাদের সংশ্লিষ্ট ইমিগ্রেশনের নির্দেশনা অনুযায়ী ইউএই সরকার অনুমোদিত টাইপিং, তাসহিল/আমের সেন্টারে যেতে হবে।
প্রশ্ন-৪ দেশে ফিরতে এক্সিট পারমিট নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
উত্তর: যাদের মূল পাসপোর্ট আছে তারা সংশ্লিষ্ট আমিরাতের যেকোনো টাইপিং সেন্টারের মাধ্যমে আবেদন করে ২৪ ঘন্টার মধ্যে উক্ত সেন্টার থেকে এক্সিট পারমিট সংগ্রহ করে ১৪ দিনের মধ্যে দেশে প্রত্যাবর্তন করতে পারবেন।
যাদের মূল পাসপোর্ট নেই শুধু পাসপোর্টের কপি আছে তারা ভিসা প্রদানকারী আমিরাতের টাইপিং সেন্টার হতে অনলাইনে পাসপোর্ট হারানোর আবেদন করে উক্ত সেন্টার হতে ২৪ ঘন্টার মধ্যে লস্ট রিপোর্ট সংগ্রহ করবেন তারপর বাংলাদেশ দূতাবাস, আবুধাবি বা বাংলাদেশ কনস্যুলেট, দুবাই হতে ট্রাভেল পারমিট সংগ্রহ করে করতে হবে। সবশেষে সংশ্লিষ্ট আমিরাতের যেকোনো টাইপিং সেন্টারের মাধ্যমে আবেদন করে ২৪ ঘন্টার মধ্যে উক্ত সেন্টার থেকে এক্সিট পারমিট সংগ্রহ করে ১৪ দিনের মধ্যে দেশে প্রত্যাবর্তন করতে হবে।
প্রশ্ন-৫ জরিমানা কি সম্পূর্ণ মওকুফ করা হবে?
উত্তর: ভিসাবিহীন থাকার জন্য কোন জরিমানা দিতে হবে না, তবে ডকুমেন্ট প্রসেসিং এর জন্য টাইপিং সেন্টারের নির্ধারিত ফি প্রদান করতে হবে।
প্রশ্ন-৬ যদি কোনো ব্যক্তি অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে থাকে এবং যথাযথ ডকুমেন্ট না থাকে, তারা কি সাধারণ ক্ষমার আওতায় আসবে?
উত্তর: যারা সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন তারা উক্ত সাধারণ ক্ষমার আওতাধীন নয়।
প্রশ্ন-৭ ইমিগ্রেশন হতে এক্সিট পারমিট ইস্যু করার জন্য কত চার্জ দিতে হবে?
উত্তর:: ভিসা নিয়মিত করার জন্য নির্ধারিত ফি থাকলেও দেশে যাওয়ার প্রেক্ষিতে এক্সিট পারমিট এর জন্য শুধু টাইপিং সেন্টারের ফি প্রদান করতে হবে। উল্লেখ্য যে উক্ত সাধারণ ক্ষমা চলাকালে এক্সিট পারমিটের সরকারি ফি মওকুফ করা হয়েছে।
প্রশ্ন:-৮ ইস্যুকৃত এক্সিট পারমিট এর মেয়াদ কতদিন থাকবে?
উত্তর: এক্সিট পারমিট প্রাপ্তির পর ১৪ দিন মেয়াদ থাকবে।
প্রশ্ন- ৯ হারানো পাসপোর্টের ক্ষেত্রে কি অনলাইন আবেদনের মাধ্যমে পুলিশ রিপোর্টের প্রয়োজন হবে?
উত্তর: যাদের মূল পাসপোর্ট নেই শুধু পাসপোর্টের কপি আছে তারা ভিসা প্রদানকারী আমিরাতের টাইপিং সেন্টার হতে অনলাইনে পাসপোর্ট হারানোর আবেদন করে উক্ত সেন্টার হতে ২৪ ঘন্টার মধ্যে লস্ট রিপোর্ট সংগ্রহ করতে হবে।
প্রশ্ন-১০ সাধারণ ক্ষমা চলাকালীন এক্সিট পারমিট নিয়ে দেশে গেলে পরবর্তীতে ইউএই প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি?
উত্তর: সাধারণ ক্ষমা চলাকালীন এক্সিট পারমিট নিয়ে দেশে গেলে কোনো প্রকার Ban/ নিষেধাজ্ঞা দেওয়া হবেনা।
প্রশ্ন-১১ আদালতে মামলা চলাকালীন কি সাধারণ ক্ষমার সুযোগ পাবেন?
উত্তর: সাধারণ ক্ষমার সুবিধা প্রাপ্তির জন্য আদালত থেকে ক্লিয়ারেন্স নিতে হবে।
প্রশ্ন-১২ যাদের বিরুদ্ধে Absconding /তা'মিম (নিয়োগকর্তা হতে পলায়ন) রিপোর্ট আছে তারা কি সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে পারবেন?
উত্তর: ১ সেপ্টেম্বর ২০২৪ হতে সকল তা'মিম (নিয়োগকর্তা হতে পলায়ন) রিপোর্টধারীরা সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে পারবেন।
প্রশ্ন-১৩ Absconding /তা'মিম (নিয়োগকর্তা হতে পলায়ন) রিপোর্ট বিলুপ্ত করার জন্য আবেদনকারীকে কোথায় যেতে হবে?
উত্তর: আবেদনকারীকে Absconding/তা'মিম রিপোর্ট তোলার জন্য কোথাও যেতে হবে না। সিস্টেম থেকে সয়ংক্রিয়ভাবে ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত তা'মিমকৃত সকল রিপোর্ট বিলুপ্ত হয়ে যাবে।
প্রশ্ন-১৪ মেয়াদোত্তীর্ণ পার্টনার/ ইনভেস্টর ভিসায় অবস্থানকারী প্রবাসীরা কিভাবে দেশে প্রত্যাবর্তন করতে পারবেন?
উত্তর: প্রচলিত প্রথা অনুযায়ী সাধারণ ক্ষমার আওতায় জরিমানা ছাড়া ট্রেড লাইসেন্স বাতিল করা যাবে। পরবর্তীতে সংশ্লিষ্ট আমিরাতের যেকোনো টাইপিং সেন্টারের মাধ্যমে আবেদন করে ২৪ ঘন্টার মধ্যে উক্ত সেন্টার থেকে এক্সিট পারমিট সংগ্রহ করে ১৪ দিনের মধ্যে দেশে প্রত্যাবর্তন করতে পারবেন।